দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে এক দিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৬৫৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৫০০ জন।