চট্টগ্রামে টানা তৃতীয় দিনের মতো ১৪ উপজেলার একটিতেও করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে চট্টগ্রাম শহরে নতুন চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই জেলায় এখন সংক্রমণ হার শূন্য দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া এই তিন দিনে করোনায় কোনো রোগীর মৃত্যুও হয়নি চট্টগ্রামে। খবর বাসসের।

চট্টগ্রামের হালনাগাদ করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ৩ নভেম্বরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, অ্যান্টিজেন টেস্ট ও নগরীর আট ল্যাবে ২ নভেম্বর চট্টগ্রামের ১ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের নতুন চারজন রোগী শনাক্ত হন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৩৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৯৭৮ জন ও গ্রামের ২৮ হাজার ২৬০ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কারও মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩২৫ জনই রয়েছে। এর মধ্যে শহরের ৭২৩ জন ও গ্রামের ৬০২ জন।