দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পুলিশের অনেক সদস্যও আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। অপরদিকে সামনে শীত। এ অবস্থায় পুলিশের সব সদস্যকে ফুলহাতা শার্ট (ইউনিফর্ম) পরার নির্দেশ দেওয়া হয়েছে। খবর জাগো নিউজের।

মঙ্গলবার (১ নভেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হচ্ছে। অপরদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ মার্চ পর্যন্ত পুলিশ সদস্যদের শীতকালীন ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোনো ইউনিটের ডিআইজি বা তদূর্ধ্ব কর্মকর্তা যদি মনে করেন যে, এ ধরনের ইউনিফর্ম পরার সময়সীমা বাড়ানো প্রয়োজন, তাহলে পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমোদন নিয়ে তিনি এটা করতে পারবেন।

সাধারণত পুলিশ সদস্যরা গ্রীষ্মকালীন পোশাক হিসেবে হাফহাতা ইউনিফর্ম পরেন। শীতকালে ফুলহাতা শার্ট, প্রয়োজনে সোয়েটার বা জ্যাকেট পরেন।

এদিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭০ পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন (আইসিইউ) ১৫ জন। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য মারা যাননি।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মারা গেছেন সাতজন।