কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবাগ্রহীতার সঙ্গে কথা বলছেন এক পুলিশ সদস্য। ছবি: পুলিশ নিউজ

বিগত বছরের ডিসেম্বরে ৩০৮ জনকে দ্রুততার সঙ্গে সেবা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক।

এর আগে নভেম্বরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩৬৩ জনকে বিশেষ এ শ্রেণির সেবা দেওয়া হয়।

কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলছেন এক পুলিশ সদস্য। ছবি: পুলিশ নিউজ

জেলা পুলিশ বুধবার জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী-স্ত্রীর মধ্যে ৮টি বিরোধ মীমাংসা করা হয়। এর বাইরে হারানো বিষয়ে ১০৯টি জিডি গ্রহণ, নারী, শিশুসহ ১৮ জন ভিকটিমকে উদ্ধার, যৌন নিপীড়ন বিষয়ে একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা, জমিজমা, অর্থ লেনদেন, পারিবারিক কলহ বিষয়ে ৮৫টি সমস্যা নিরসনসহ বিভিন্ন সেবা দেন বিভিন্ন থানার ডেস্কে কর্মরত পুলিশ সদস্যরা।
কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলছেন এক পুলিশ সদস্য। ছবি: পুলিশ নিউজ

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, ‘নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।’