রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ছুরি, একটি লোহার প্লাস ও একটি চাকু জব্দ করা হয়।

গত সোমবার (১০ জুলাই) রাতে হাজারীবাগ থানাধীন সাদেক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আরিফ হাওলাদার ওরফে তারেক ওরফে মামুন, মো. লিমন, মো. ফয়সাল মুন্সী, মো. আলি মিয়া ও মো. নবী হোসেন। লিমন ও ফয়সালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজিয়া ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাজারীবাগ থানায় মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।