পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় ইজিবাইক চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার ও সাতটি চোরাই ইজিবাইক।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে যশোরের উপশহর এ ব্লক এলাকা এবং গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন নড়াইলের নড়াগাতি থানা এলাকার মো. সেলিম শেখ ওরফে হৃদয় (৩৮) এবং গোপালগঞ্জ সদর থানা এলাকার খোকন ঠাকুর (৪৫) ও মো. মেজবাহ উদ্দিন (৩৭)। তাঁদের মধ্যে সেলিমের বিরুদ্ধে আটটি ও খোকনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, ১৫ মার্চ যশোর শহরের খালদার রোড এলাকা থেকে দুটি ইজিবাইক চুরি যায়। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। শুক্রবার বিকেলে যশোরের উপশহর এ ব্লক এলাকা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন আড়ুয়া কংশুক এলাকার একটি গ্যারেজ থেকে সাতটি চোরাই ইজিবাইকসহ গ্যারেজের মালিককে গ্রেপ্তার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, সহযোগীদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় ইজিবাইক চুরি করতেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।