পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানার পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজা, ৯টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারি এবং মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর ও বাখরাবাজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মাদকসহ গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহীর বাঘা থানা এলাকার মো. রাজু আহমেদ (২০), হুসাইন আলী (২১) ও মো. সজিব আলী (২০)।

মাদক মামলার আসামি মো. মুন্নার (২৭) বাড়ি রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন বাখরাবাজ এলাকায়। তাঁর বিরুদ্ধে তিনটি মাদক মামলা আছে।

আরএমপির মতিহার বিভাগের উপপুলিশ কমিশনার মধুসুদন রায় জানান, চারঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় গাঁজার চালান কাটাখালী থানাধীন শ্যামপুরের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শ্যামপুরে অবস্থা নেয় পুলিশ। এ সময় একটি অটোরিকশা থেকে গাঁজা, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি বাখরাবাজ এলাকায় মুন্নার বাড়ি থেকে ৬২ গ্রাম হেরোইনসহ তাঁর মাকে গ্রেপ্তার করা হয়। তবে কৌশলে পালিয়ে যান মুন্না। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে মাদক মামলার মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।