উদ্ধার করা ভেকু। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি চোরাই ভেকু উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাইজগাঁও এলাকা থেকে ভেকুটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ১৯ সেপ্টেম্বর দুপুরে ভেকুর মালিক মো. ইব্রাহীমকে ফোন করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। ভেকুটি ত্রিশাল থানাধীন কাজির শিমলা এলাকায় পাঠাতে ইব্রাহীমের সঙ্গে মৌখিকভাবে চুক্তি করেন ওই ব্যক্তি। ত্রিশালে যাওয়ার পথে সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন চুরখাই রূপসী বাংলা হোটেলের সামনে ভেকুটি রেখে খাবার খেতে যান চালক ইস্রাফিল। খাওয়া শেষে এসে ভেকুটি পাননি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, তথ্য ও প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ভেকুটি উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।