প্রতীকী ছবি

কথিত পীরের মাধ্যমে সম্পদ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

শনিবার (৫ আগস্ট) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিরা হলেন কথিত পীর মো. খোকন আকন, মো. রাজু আহম্মেদ রিপন, মো. শাহাবুদ্দিন ফকির ওরফে শিশু ও মো. মিলন মিয়া।

গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম পিপিএম জানান, গত ২২ জুলাই সকালে পূর্ব রামপুরা এলাকায় সম্পদ দ্বিগুণের প্রলোভন দেখিয়ে এক বয়োজ্যেষ্ঠ নারীর কাছ থেকে ১ লাখ ১৮ হাজার টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে প্রতারকেরা। রামপুরা থানায় ২ আগস্ট মামলা করেন ভুক্তভোগী।

মামলা তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।