প্রতীকী ছবি

দালালের মাধ্যমে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

রোববার (৬ আগস্ট) ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সাফুয়ান সরকার, ফখরুল ইসলাম ও মামুনুর রহমান। তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড জব্দ করা হয়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক পিপিএম জানান, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে দালালের সঙ্গে চুক্তি করেন আসামিরা। চুক্তি অনুযায়ী ভুয়া ওয়ার্ক পারমিট ও জাল কাগজপত্র বানিয়ে দেয় দালাল। সেই কাগজপত্র যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে জমা দেন আসামিরা। কাগজপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ।

এ ঘটনায় গুলশান থানায় মামলা করে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ। সে মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।