জব্দ করা ফেনসিডিল। ছবি : ডিএমপি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

ডিএমপি জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিটাক মোড় থেকে আসামি মো. তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।