পুলিশি হেফাজতে চার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় নাহিদুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২০ মার্চ) ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. সাগর (২২), মো. রকি (২৪), মো. জনি (২৩) ও মো. সাকিল (২৩)। তাঁদের বাড়ি বগুড়ার গাবতলী থানা এলাকায়।

পুলিশ জানায়, গত ১১ মার্চ সন্ধ্যায় গাবতলী থানাধীন মহিষাবান ইউনিয়নের সোনারপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে নয়নকে পিটিয়ে রক্তাক্ত করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে গিলে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়। এ ঘটনায় গত ১৩ মার্চ গাবতলী থানায় হত্যা মামলা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়নের সঙ্গে তাঁদের বিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আসামি সাগরকে পিটিয়ে রক্তাক্ত করেন নয়ন। বিষয়টি বাকি তিন আসামিকে জানালে নয়নকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা। পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে নয়নের এলাকায় যান আসামিরা। ঘটনাস্থলে আসামাত্রই এলোপাতাড়ি পিটিয়ে নয়নকে রক্তাক্ত করে পালিয়ে যান তাঁরা।

ডিবি বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ জানান, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।