নরসিংদীতে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার চারজন। ছবি: বাংলাদেশ পুলিশ

নরসিংদীতে সরকারি কর্মচারীর ছদ্মবেশে দস্যুতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই আসামিরা হলেন মো. রানা (৩৫), রাতুল মিয়া (২৩), মো. আলমগীর হোসেন (৩০) ও কামরুল ইসলাম (২৫)।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, নরসিংদী মডেল থানা এলাকার দক্ষিণ শীলমান্দি এলাকায় গত ১৬ সেপ্টেম্বর দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চার অজ্ঞাত ব্যক্তি এরশাদ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে দুটি মুঠোফোন, ব্যাংকের এটিএম কার্ড ও নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নেন। অস্ত্রের মুখে এরশাদের কাছ থেকে এটিএম কার্ডের পিন কোডও জেনে নেওয়া হয়। এরপর ওই এটিএম কার্ড ব্যবহার করে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হওয়ামাত্র তদন্তে নামে ডিবি পুলিশ।

সূত্র আরও বলেছে, মামলাটি তদন্তের সময় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, সন্দেহভাজন আসামিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। পরে আসামিদের অবস্থান নির্ণয় করে রানাকে মডেল থানা এলাকার ভেলানগর থেকে ছিনতাইকৃত মুঠোফোনসহ গ্রেপ্তার করা হয়। পরে মডেল থানার দক্ষিণ কান্দাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাতুলকে। এরপর ২৪ অক্টোবর শিবপুর মডেল থানার কারারচর এলাকা থেকে গ্রেপ্তার হন আলমগীর। তাঁর কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা ও এটিএম কার্ড ব্যবহার করে তোলা টাকার প্রায় অর্ধেক উদ্ধার করা হয়। একই দিন মাধবদী থানার শান্তির বাজার থেকে গ্রেপ্তার হন কামরুল।