ডাকাতিতে ব্যবহৃত চাকু। ছবি : ডিএমপি

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাকু জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শুক্রবার (২২ জুলাই) রাতে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. শাকিল হোসেন ওরফে সাজু, মো. জামাল হোসেন, মো. আমিনুল ইসলাম ওরফে পারভেজ, মো. সুমন ওরফে কালু ও মো. রবিউল মল্লিক। তাঁদের মধ্যে চারজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার) পিপিএম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।