রাজধানীর চকবাজার থানাধীন যাদব নারায়ণ দাস লেনের (মিটফোর্ড রোড) বংশীবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

রোববার (১৩ মার্চ) বিকেলে ওই এলাকার একটি বাসা থেকে নকল প্রসাধনীসহ আসামি মো. রমজান (৩৫) ও মো. সুজন মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। আরেক আসামি মো. নবীউল্লাহ পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম জানান, ওই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। এগুলোর মধ্যে বিখ্যাত বিদেশি ব্র্যান্ড জনসনস বেবি লোশন, জনসনস বেবি অয়েল, জনসনস বেবি সোপ, জনসনস অলিভ অয়েল, ভ্যাসলিন হেয়ার টনিক অ্যান্ড স্ক্যাল্প কনডিশনার, জাফরান হেয়ার গ্রোথ থেরাপি, অ্যালোভেরা জেল, লতা হারবাল স্কিন ব্রাইট ক্রিম এবং কিরণমালা অ্যাকটিভ গোল্ড মেহেদি রয়েছে। এসব পণ্যের আনুমানিক দাম সাড়ে ৪ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।