রাজশাহী মহানগরীর ৫টি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল (১২ জুলাই) থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

নোটিশে বলা হয়, পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২ এর ২৯(১) এর (ক) ও ২৯(১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে মিছিল, মিটিং, বিক্ষোভ-সমাবেশ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য-অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ ও নওহাটা মহিলা কলেজ।

৯ জুলাই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনিসুর রহমান (বিপিএম-বার, পিপিএম-বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।