রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ২ হাজার ৩৩৬ পিস ইয়াবা, ৪২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৩৪৯ গ্রামের বেশি হেরোইন, ৫ লিটার দেশীয় মদ ও ২০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জুন) সকাল ৬টা থেকে রোববার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।