রাজারবাগ পুলিশ লাইনসে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মশালায় আগুন নেভাচ্ছেন এক নারী পুলিশ সদস্য। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার ৪০০ জন সদস্যকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অগ্নিনির্বাপণ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম (বার)।

কর্মশালায় আগুন লাগার কারণ ও আগুনের ধরন অনুযায়ী অগ্নিনির্বাপণের সরঞ্জাম ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম। কোথাও আগুন লাগলে কীভাবে দ্রুত নেভাতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা পিপিএম, ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।