ডিএমপির লোগো। ছবি: ডিএমপি নিউজ

বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পেশাগত কাজে অবদান রাখার জন্য ডিএমপির ৭৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এ বছর চার ক্যাটাগরিতে বিপিএম-পিপিএম পদক পেতে যাচ্ছেন। তাঁদের মধ্যে দুইজন মরণোত্তর পদক (বিপিএম, সাহসিকতা) পাচ্ছেন।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সর্ববোট ৪০০ জনকে পদক প্রদান করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এর মধ্যে ডিএমপির ৭৩ জন সদস্য রয়েছেন।
বিপিএম পেয়েছেন ডিএমপির ১০ জন। তাঁরা হলেন অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম (মরণোত্তর), বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় হামলায় প্রাণ হারানো সিটিটিসির কনস্টেবল আমিরুল ইসলাম (মরণোত্তর)। বাকি আটজন হলেন রমনার উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান পিপিএম, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আবুল হাসান পিপিএম-বার, প্রটেকশন বিভাগের নায়েক মো. আব্দুর রাজ্জাক, মতিঝিল থানার কনস্টেবল মো. মাহাফুজার রহমান, পিওএম-উত্তর বিভাগের কনস্টেবল জাহিদ হাসান হৃদয় ও একই বিভাগের কনস্টেবল মো. আবু মোতালেব ও কনস্টেবল মো. হাবিবুর রহমান নয়ন।

বিপিএম-সেবা পদক পেয়েছেন ডিএমপির ৯ জন। পদকপ্রাপ্তরা হলেন অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, সিটিটিসির যুগ্ম কমিশনার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম, যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার, উপকমিশনার মো. আবু ইউসুফ, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপকমিশনার তারেক আহমদ, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মাহবুব উন নবী, অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম।

পিপিএম পেয়েছেন ডিএমপির ২৫ জন। পদকপ্রাপ্তরা হলেন উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জিয়াউল আহসান তালুকদার, সিটিটিসির উপকমিশনার জসীম উদ্দিন, সিটিটিসির উপকমিশনার মাহমুদুল হাসান, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) গোবিন্দ চন্দ্র পাল, গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নুরুল আমীন পিপিএম, অতিরিক্ত উপকমিশনার ইহসানুল ফিরদাউস, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিচ উদ্দীন, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম রেজাউল হক, গোয়েন্দা-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আফসার উদ্দিন খাঁন, সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার সাইদ নাসিরুল্লাহ বিপিএম, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত, অতিরিক্ত উপকমিশনার রাশেদ হাসান, ওয়ারী ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাস, রমনা বিভাগের সহকারী কমিশনার মুহাম্মদ সালমান ফার্সী, গোয়েন্দা-উত্তরা বিভাগের সহকারী কমিশনার ইমরান হোসেন মোল্লা, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার এম রফিকুল হাসান ভূঞা, মতিঝিল বিভাগের সহকারী কমিশনার গোলাম রুহানী, গুলশান বিভাগের সহকারী কমিশনার শফিকুল ইসলাম, সিটিটিসির সহকারী কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন আরাফাত খান, শাহবাগ থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ (বর্তমানে হাজারীবাগ থানার ওসি), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক ভূঞা, পল্টন থানার পরিদর্শক হিরন্ময় বারুরী, গোয়েন্দা-ওয়ারী বিভাগের পুলিশ পরিদর্শক মো. রোকনুজ্জামান খান ও সিটিটিসির এসআই মো. ফিরোজ মোল্লা।

পিপিএম-সেবা পদক পেয়েছেন ডিএমপির ২৯ জন। পদকপ্রাপ্তরা হলেন যুগ্ম কমিশনার হামিদা পারভীন পিপিএম, লালবাগ বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জাফর হোসেন, গুলশান বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রিফাত রহমান শামীম, উপকমিশনার কাজী আশরাফুল আজীম পিপিএম, মিরপুর বিভাগের উপকমিশনার জসীম উদ্দীন মোল্লা, গোয়েন্দা-উত্তরা বিভাগের উপকমিশনার মো. আকরামুল হোসেন, গোয়েন্দা-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার শফিকুল ইসলাম, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আরিফুল ইসলাম পিপিএম, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মাকসুদা লিমা পিপিএম, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম পিপিএম, ট্রাফিক-উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান, গোয়েন্দা-লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মোস্তফা কামাল পিপিএম, প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার দাস, গোয়েন্দা-রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস পিপিএম, অতিরিক্ত উপকমিশনার মো. এনায়েত করিম, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুল আলম মুজাহিদ, সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার নাজমুল ইসলাম, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সহকারী কমিশনার জুয়েল রানা, মিরপুর বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম, সিটিটিসির সহকারী কমিশনার ওবাইন, সিটিটিসির সহকারী কমিশনার আরিফ মুহাম্মদ শাকুর, ট্রাফিক-ওয়ারী জোনের সহকারী কমিশনার নীপা বিশ্বাস, মতিঝিল বিভাগের সহকারী কমিশনার আব্দুল্লাহ–আল–মামুন, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পরিদর্শক (সশস্ত্র) মো. বাচ্চু মিয়া, শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ সার্জেন্ট মোর্শেদা, সার্জেন্ট বায়েজিদ হোসেন, সার্জেন্ট এমএম শরিফুল ইসলাম এবং উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়ির এএসআই নাজমুল হোসেন।