বাংলাদেশে করোনায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের সশস্ত্র সালাম দেন ডি আর কঙ্গোতে থাকা তাঁদের সহকর্মীরা। ছবি: পুলিশ নিউজ

করোনাভাইরাসে প্রাণ হারানো পুলিশ সদস্যদের স্মরণে আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে পালন হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবসটি পালন হয়।

২০২১ সালে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেন, তাঁদের স্মরণে কন্টিনজেন্ট কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে গভীর শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় পালন হয় দিনটি।

পুলিশ সদস্যদের স্মরণ করে পুস্পস্তবক অর্পণ করেন কমান্ডার নাজমুন নাহার, অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করেন। ওই সময় পুলিশ সদস্যরা সশস্ত্র সালাম দেন। এ ছাড়া একটি মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশে করোনায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের স্মরণে ডি আর কঙ্গোতে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: পুলিশ নিউজ

আলোচনা সভায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রাণ হারানো পুলিশ সদস্যদের নিরলস অবদান ও জীবন উৎসর্গের জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করা হয়।