এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার আসামিরা। ছবি: পুলিশ নিউজ

ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশি অস্ত্রসহ ৬ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে রাজাপালং ইউনিয়নের ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন জানে আলম (৩৫), খাইরুল আমিন (৩২), সিরাজুল মোস্তফা (৩৭), বদি আলম (২৬), মো. ফিরোজ (২৫) ও নুর আহমদ ওরফে লালু। আসামিদের প্রত্যেকেই ওই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি তলোয়ার, একটি রামদা, একটি শাবল, দুটি দা এবং একটি ছুরি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ডাকাতির উদ্দেশ্যে তাঁরা ঘটনাস্থলে একত্র হয়েছিলেন।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় এপিবিএন।