ট্রেনে পাথর ছোড়া বন্ধে যশোরের বেনাপোলে রেলওয়ে পুলিশের মতবিনিময় সভা। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্রেনে পাথর ছোড়া বন্ধে যশোরের বেনাপোলে মতবিনিময় সভা করেছে রেলওয়ে পুলিশ। বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির বাইপাস সড়ক দিঘিরপাড় এলাকায় ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ মতবিনিময় সভা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ি ওই মতবিনিময় সভার আয়োজন করে। বেনাপোল জামিয়া, লতিফা ইয়াসিন মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মুফতি সাইদুল বাসারের সভাপতিত্বে মুফতি সাইদ আহম্মাদ, মুফতি আলমগীর হোসাইন, মাওলানা আজিজুল হকের উপস্থিতিতে মাদ্রাসার সব শিক্ষার্থীর সঙ্গে সভাটি হয়। এতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ, এর কুফল, শাস্তি এবং রেলওয়ে সম্পদের রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা হয়।

সভায় স্থানীয় গণ্যমান‍্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।