প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক ট্রাফিক অ্যান্ড রোড সেফটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স প্রশিক্ষণ শুরু হয়েছে।

রাজধানীতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে ২৩ অক্টোবর (শনিবার) এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্জেন্ট ও টিএসআইদের আট সপ্তাহ মেয়াদি ‘নবায়ন সার্টিফিকেট কোর্সের ১৬তম ব্যাচ (৩৮ জন)’ ও বাংলাদেশ পুলিশের সব সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সার্জেন্ট ও টিএসআইদের এক সপ্তাহ মেয়াদি এ প্রশিক্ষণ চলছে। এতে ‘ট্রাফিক অ্যান্ড রোড সেফটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স -২০২১’-এর প্রথম ব্যাচের ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।