বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করছে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) ‘বঙ্গমাতার চেতনা, স্মার্ট বাংলাদেশের প্রেরণা’ প্রতিপাদ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

টিডিএস হলে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিডিএসের পুলিশ সুপার (প্রশিক্ষণ) মোহাম্মদ আব্দুল হালিম। এ সময় ট্রেনিং শাখার সব সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে বঙ্গমাতার ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রবন্ধ পাঠ করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সব শেষে বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া-মোনাজাত করা হয় এবং বঙ্গমাতার জন্মদিনে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।