জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ।

ডিএমপি জানায়, সোমবার (১২ ডিসেম্বর) রাতে মেরুল বাড্ডা এলাকা থেকে আসামি কৃষ্ণাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নার্ড এরিক বিশ্বাস বলেন, কুমিল্লা থেকে ট্রাকে করে গাঁজার একটি চালান বাড্ডার নতুন বাজার এলাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে সোমবার মেরুল বাড্ডা এলাকায় অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে ব্যারিকেড দিয়ে থামানো হয়। পালানোর চেষ্টা করলে ট্রাকচালক কৃষ্ণাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি : ডিএমপি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর গুলশান, ভাটারা, বাড্ডাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন আসামি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।