ট্রাকের ওপরে ট্রাক। তার ওপরে ১৩ হাজার ইয়াবা বড়ি। সেই ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ। খবর ডিএমপি নিউজের।

সে এক অভিনব পন্থা! একটি ট্রেইলার ট্রাকের ওপর আরেকটি একটি ডাম্প ট্রাক। দেখলে মনে হবে, ট্রাকটি নষ্ট হওয়ায় আরেকটি ট্রেইলার ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু না, এভাবেই অভিনব পন্থায় ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এই পন্থায়ও কাজ হয়নি। ধরা পড়েছে পুলিশের কাছে।

সাতকানিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সাতকানিয়া থানার তেমুহনা এলাকায় তল্লাশি চালিয়ে ১৩ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসীম উদ্দিন, মো. শাহাদাত হোসেন রিকু এবং মো. রিয়াদ হোসেন।

থানা সূত্রে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা মিনি ডাম্প ট্রাকটিকে নষ্ট সাজিয়ে সেটির ব্যাকডালার মধ্যে ইয়াবা লুকিয়ে ট্রেইলার ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু থানা-পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দের পাশাপাশি তাঁদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলার পর তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।