ময়মনসিংহে ট্রাকভর্তি ভারতীয় কাপড়সহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২৭), মো. আব্দুস সাত্তারের ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. মোস্তফা মিয়ার ছেলে মো. শান্ত মিয়া (২৩)।

মঙ্গলবার দিবাগত রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

এ বিষয়ে জেলা ডিবির অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, একদল চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় কাপড় নিয়ে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে ত্রিশালের বালিপাড়া এলাকায় ট্রাকে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভারতীয় ৩০০ পিস লেহেঙ্গা, ৯০০ পিস শাড়িসহ একটি ট্রাক জব্দ করা হয়।

অফিসার ইনচার্জ আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় কাপড় চোরাচালানের মাধ্যমে এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।