বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিসিক শিল্প এলাকাসংলগ্ন খাকদোন নদ থেকে এসব মাংস উদ্ধার করা হয়।

বরগুনার খাকদোন নদে একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ৪ বস্তাভর্তি ১২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে জেলার সদর থানার পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিসিক শিল্প এলাকাসংলগ্ন খাকদোন নদ থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। খবর প্রথম আলোর।

পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে খাকদোন নদে অভিযানে যায় বরগুনা থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলার ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পুলিশ ওই ট্রলার থেকে ৪টি বস্তাভর্তি ১২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। পরে এসব মাংস জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

বন বিভাগের বরগুনা রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, ৪টি বস্তায় ভরা ১২০ কেজি হরিণের মাংস জব্দ করার পর পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তা আগুনে পুড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানে তিন-চারটি হরিণের মাংস ছিল।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মদ বলেন, ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।