পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের অভিযানে ৮০টি ট্যাপেন্টাডল বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাতে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সাগরের (২৫) বাড়ি দর্শনা থানা এলাকায়।

দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।