টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের উদযাপন। ছবি : সংগৃহীত

ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ম্যাচের পঞ্চম দিন রোববার (১১ জুন) ভারত গুটিয়ে যায় ২৩৪ রানে।

প্রথম ইনিংসে ব্যাট করে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৬৩ ও স্টিভেন স্মিথ ১২১ রানের ইনিংস খেলেন। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ চারটি উইকেট নেন।

জবাবে ২৯৬ রানে গুটিয়ে যায় ভারত। দলের পক্ষ এ সর্বোচ ৮৯ রান করেন আজিঙ্কা রাহানে।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ২৭০ রানে ইনিংস ঘোষণা করলে ভারতে সামনে ৪৪ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২৩৪ রানে অলআউট হয় রোহিত শর্মার দল।

অস্ট্রেলিয়া : ৪৬৯ (হেড ১৬৩, স্মিথ ১২১, সিরাজ ৪/১০৮) ও ২৭০/৮ ডি (ক্যারি ৬৬*, জাদেজা ৩/৫৯)
ভারত : ২৯৬ (রাহানে ৮৯, কামিন্স ৩/৮৩) ও ২৩৪ (কোহলি ৪৯, লায়ন ৪/৪১)
ফল : অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী
ম্যাচসেরা : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)