মাঠে মোমিনুল হক। ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে আলোচনার পর নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। খবর বাসসের।

আলোচনা থেকে বেরিয়ে মোমিনুল বলেন, ‘আমি সভাপতিকে বলেছিলাম, অধিনায়ক হিসেবে কিছু সিরিজে আমি অবদান রাখতে পারব না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে দলকে অনুপ্রাণিত করতে পারব না। আমি বিশ্বাস করি, এখন অন্য কাউকে অধিনায়কত্ব দেওয়ার সময় এসেছে। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি এবং এখন তারা কী সিদ্ধান্ত নেবে, এটা তাদের ব্যাপার।’

ব্যাট হাতে খুবই খারাপ সময় যাচ্ছে মোমিনুলের। গত ১৫ ইনিংসে মাত্র তিনবার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন তিনি। এমন ফর্ম তাঁর অধিনায়কত্বের ওপর প্রভাব ফেলেছে।

সম্প্রতি অধিনায়কত্ব থেকে মোমিনুলকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল। ফলে বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন।

মোমিনুল বলেন, ‘আপাতত আমি আমার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চাই। একটি বোর্ড মিটিং আছে, যেখানে তারা টেস্ট অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’