পুলিশের হেফাজতে গ্রেপ্তার অপহরণ চক্রের সদস্য নুরুল আমিন।

কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশ অস্ত্র, গুলিসহ অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে।

বুধবার ভোররাত তিনটার দিকে বাহারছড়া ইউনিয়ন নোয়াখালী পাড়া জুম্মা পাড়া পাহাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও একটি গুলি পাওয়া যায়। খবর কালের কণ্ঠের।

আটক নুরুল আমিন (৪০) হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুষ্কৃতকারীরা গত রোববার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় দুই কৃষককে অপহরণ করেছিল। পরে পুলিশ ৩৬ ঘণ্টা পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত দুই কৃষককে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত অপহরণ চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করে।

বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, অপহরণ চক্রের সদস্যরা আবার অপহরণ সংঘটিত করার জন্য বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া পাহাড়ি এলাকায় অবস্থান নিয়েছে। এ খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নুরুল আমিনকে আটক করে। এ সময় তাঁর অপর সহযোগীরা পালিয়ে যায়।

ওসি আব্দুল হালিম আরও জানান, অপহরণ ও দুষ্কৃতকারী চক্রের সদস্যদের আটক করতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। অপরাধ কর্মকাণ্ড দমাতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।