পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের টেকনাফ মডেল থানাপুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

২১ জুলাই সন্ধ্যায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিমে আহম্মদের ছনখোলা নামক পাহাড়ের পাদদেশে অভিযান চালায় টেকনাফ মডেল থানাপুলিশের একটি টিম। তারা সেখান থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – মো. সেলিম প্রকাশ ছলিম (৩৩) ও মো. জসিম (১৯)।

পুলিশের টিম দুটি দেশীয় এলজি, দুটি তাজা কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুইটি লোহার শিকল, দুটি হেকসো ব্লেড, ১টি হাতুড়ি, ১ টি প্লাস, ১টি রেত, ১টি স্ক্রু ড্রাইভার, ৫টি টর্চ লাইট, ২টি স্প্রে ক্যান, ৬ বান্ডেল ইলাস্টিক, ৩০টি সীসার তৈরি জালের গুলতি (গুটি) এবং একটি নীল রংয়ের কাপড়ের ব্যাগ।

অস্ত্র উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।