কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া দুই রোহিঙ্গা। ছবি: কক্সবাজার জেলা পুলিশ

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প থেকে অস্ত্রসহ জাহিদ হোসেন ও বদি আলম নামের দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আজ রোববার ভোরে রোহিঙ্গা ক্যাম্পের এ/১ ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা কথিত ‘‌ইসলাম গ্রুপ’-এর সক্রিয় সদস্য বলে জানান টেকনাফের ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তারিকুল ইসলাম তারিক বলেন, রোববার ভোরে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ/১ ব্লক এলাকায় অভিযান চালিয়ে কথিত ‌ইসলাম গ্রুপের সদস্য জাহিদ হোসেন ও বদি আলমকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র শাটারগানসহ গ্রেপ্তার করা হয়।

তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তারিকুল ইসলাম তারিক।