বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২৩৪ রেটিং নিয়ে দশম স্থান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ জিতে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে দলের অবস্থান এখন সাতে। খবর বাসসের।

প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় ম্যাচে জিতলে অস্ট্রেলিয়াকে টপকে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং হবে ২৪১। বর্তমান ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার রেটিং এখন ২৪০।

এরপর তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিতলে দক্ষিণ আফ্রিকাকে টপকে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৬। বর্তমানে ২৪৬ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।

র‌্যাংকিংয়ে পঞ্চম স্থান ধরে রাখতে নিউজিল্যান্ডকে পঞ্চম ম্যাচেও হারাতে হবে বাংলাদেশের। অর্থাৎ সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে হবে।