রেলের টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ের এক নারী বুকিং@ সহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি সাথী আক্তার (৩৩) ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী।

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিন অফিসে এসে নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখ ও গন্তব্যের ট্রেনের টিকিট কেটে রাখতেন আসামি। অফিস শেষে টিকিট নিয়ে চলে যেতেন। এরপর টিকিট কালোবাজারি চক্রের কাছে টিকিট দিয়ে লাভের টাকা বুঝে নিতেন।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, কালোবাজারি চক্র ও দালালদের দেওয়া অজ্ঞাত জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে এসব টিকিট কাটতেন সাথী। হোয়াটসঅ্যাপের মাধ্যমে চক্রের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় রেলওয়ে পুলিশ।