গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মাহমুদ পাটোয়ারী ওরফে তানন (৩৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনায় রাতেই চারজনকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। খবর সমকালের।

আটক ব্যক্তিরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার মোবারক হোসেন (২২), দত্তপাড়ার জহির মার্কেট এলাকার জাহাঙ্গীর আলম (২০), একই এলাকার সিনিয়র মাদ্রাসা রোডের সাকিব (২২) ও আউচপাড়া সুতরাং রোড এলাকার ইসমাইল হোসেন (৩৩)।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে আউচপাড়া মেরিট স্কুলের সামনে রাস্তার ওপর ২০-২৫ জনের একটি দল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাননকে হত্যা করে এবং সালাউদ্দিন তুহিন নামে অপর একজনকে আহত করেন। ঘটনার পর পুলিশ মোবারক নামের একজনকে আটক করে।

পরে মোবারককে নিয়ে টঙ্গী পূর্ব থানার কসাইবাড়ি রেলগেটে সহযোগী আসামিদের ধরতে গেলে সহযোগীরা মোবারককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে সহযোগী আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছোরা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের তিন সদস্য আহত হন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খুনের ঘটনায় রাতেই চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।