ডিবির অভিযানে গ্রেপ্তার তিন সন্ত্রাসী: ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি গুলি, পাজেরো জিপ গাড়ি উদ্ধারসহ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

২৯ মার্চ রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে ডিবির এলআইসি টিম ২৯ মার্চ রাত ৯টা ২০ মিনিটে ঝিকরগাছা থানাধীন লাউজানি এলাকায় যশোর টু বেনাপোলগামী মহাসড়ক থেকে সন্ত্রাসী রাজিব শেখ (২৬), জিলান শেখ (৫৫) ও হেমায়েত শেখ ওরফে মেহেদী হাসানকে (৩০) ওই সব অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছিল।

গ্রেপ্তার ১ নং আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা, ১টি অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে এবং ৩ নং আসামির বিরুদ্ধে ৩টি চুরি মামলা, ১টি অস্ত্র মামলাসহ ৪টি মামলা রয়েছে।