উইকেট পেয়ে উদযাপন করছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ছবি : বাসস

অধিনায়ক নিগার সুলতানার অর্ধশতক এবং বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। খবর বাসসের।

রোববার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। ৫৩ বলে ৬৭ রান করেন নিগার।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে সালমা ৩টি এবং মেঘলা ও নাহিদা আকতার ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন নিগার।

গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে নিগার-সালমারা।