ক্রিকেটার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রয়োজন হলে চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যাবে তাঁকে। খবর বাসসের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিম।

তামিম টি-টোয়েন্টিতে খেলবেন কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছিল বাংলাদেশের ক্রিকেটে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম। ২০২০ সালের মার্চ থেকে টি-টোয়েন্টি থেকে দূরে আছেন তিনি।

ওই ফরম্যাটের নিয়মিত খেলা খেলোয়াড়দের বিবেচনা করা উচিত বলে তখন বলেছিলেন তিনি। এটিই বিশ্বকাপ থেকে সরে যাওয়ার কারণ বলে জানিয়েছিলেন তামিম।