‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগান সামনে রেখে জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পুলিশ লাইনস ড্রিল সেডে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়। খবর বাসসের।

জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা এনএসআই ডিডি তৌহিদুর রহমান।

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক গোলাম হক্কানী, জয়পুরহাট মডেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন, পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা , মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মি আজিজ সাজ, জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষা ও ভূমি রক্ষা কমিটির সহসভাপতি অজিত সরকার প্রমুখ। কমিউনিটি পুলিশিং ডে’র এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।