গাজীপুর সদরের দেশীপাড়া এলাকায় জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানাধীন দেশীপাড়া এলাকায় ক্লুলেস জোড়া খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৪ নভেম্বর সন্ধ্যায় গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া বিমানবাহিনীর টেক এলাকায় দুটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরে স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করে।

প্রাথমিকভাবে জানা যায়, ওই দুজন হলো গাজীপুরের কালীগঞ্জের নরুন বাজার এলাকার বাছির উদ্দিন ব্যাপারীর মেয়ে ফেরদৌসী (৩০) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে তাসমীয়া (৫)।

পরিচয় শনাক্ত হওয়ার পর থেকেই সদর থানা-পুলিশ হত্যা রহস্য উন্মোচন করতে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে। পুলিশ আসামি গ্রেপ্তার করতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযানে কালীগঞ্জের সালদিয়া থেকে গ্রেপ্তার করা হয় জাহিদুল ইসলাম খানকে (২১)। গ্রেপ্তার জাহিদুল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মহিউদ্দীন ওরফে বাবুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী, ভুক্তভোগীর ব্যবহৃত ব্যাগ ও হত্যায় ব্যবহার করা দুটি ছুরি উদ্ধার করা হয়।