বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকসহ গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত এনসিবি হেফাজতে থাকতে হচ্ছে আরিয়ানকে। সেখানে পছন্দমতো খাবার না পেলেও পছন্দের বই ঠিকই পেয়েছেন আরিয়ান।

এনসিবির বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে জানানো হয়, জেলে সময় কাটাতে বিজ্ঞানের বই পড়তে চেয়েছিলেন আরিয়ান। আর এনসিবি কর্তারাও তাঁর আবেদনে সাড়া দিয়েছেন।

তবে খাবারের ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা পাননি আরিয়ান। অন্য অভিযুক্তদের মতোই সাধারণ খাবার খেতে হয়েছে কিং খানের ছেলেকে।

এনসিবি বলছে, মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ানসহ মোট ১৩ জন। আরিয়ানসহ ৯ জনকে ৭ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে এনসিবি। মঙ্গলবার তল্লাশি চালিয়ে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া আরিয়ান এবং অন্য অভিযুক্তদের কাছ থেকে যেসব ফোন উদ্ধার করা হয়েছে, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।