পুলিশের হেফাজতে গ্রেপ্তার সাত জুয়াড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।

রৌমারী থানার একটি চৌকস টিম ১৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া এলাকা থেকে একই গ্রামের মো. মানিক মিয়া (২৫), মো আব্দুল মান্নান (৩০), মো. নাসির উদ্দিন (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩৫), মো. সুরুজ্জামাল (২৫), মো. মতিবর রহমান (৩৭) ও মো. আসাদুল ইসলামক (৪০) নামের সাত জুয়াড়িকে জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং টাকা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।