পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৭ জুয়ারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রামের রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭জন জুয়ারিকে গ্রেপ্তার করেছৈ

রাজারহাট থানার চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাতে ১১টার দিকে রাজারহাট থানাধীন নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ণ (পলাশপুর) গ্রামের বাকরিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে জুয়া খেলা অবস্থায় ৭ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- সোমনারায়ণ (পলাশপুর) গ্রামের মো. আব্দুল হান্নান (৫২), মো. আবু মারজান (৪২), মো. আলাল হোসেন (৫৫), মো. জাহেরুল ইসলাম (৫৫), মো. নুর নবী (৪৭), মো. মেহবুব-ই-খুদা @ বকুল (৪৫) ও মো. সিরাজুল ইসলাম (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারিদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে.এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।