পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ জুলাই) কুড়িগ্রাম সদর, রাজারহাট ও রৌমারী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম থানা-পুলিশ জানায়, একতাপাড়া গ্রাম থেকে মো. হায়দার আলী (৪৮), মো. রানা মিয়া (৩২), মো. নয়ন মিয়া (২৪), মো. হামিদুল ইসলাম (৩৫), মো. রতন আলী (৩২), মো. রোস্তম (৫০), মো. পরিমল (৪২), মো. রমজান আলী (৩৯), মো. ফারুক মিয়া (৪০), মো. রিপন (৪০), মো. মুকুল মিয়া (৩২) ও মো. জরিফকে (৫২) জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়।

রাজারহাট থানা-পুলিশ জানায়, সুলতান বাহাদুর এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ মো. শফিকুল ইসলাম (৩৫) ও মো. আবুল হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানা-পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে মো. শালু মিয়া ও মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ১০০ টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।