পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শুক্রবার (৩১ মে) বিকেলে নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের গোলাপগঞ্জ এলাকার মনজুর মিয়া (৩২) ও জালালাবাদ এলাকার মো. আলম মিয়া (৩৮), সুনামগঞ্জের দিরাই এলাকার মো. মুকুল হোসেন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকার বিধান ঋষি (৪২)।

এসএমপি ডিবি জানায়, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।