নিখোঁজ তরুণীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের জুড়ী থেকে নিখোঁজ হওয়ার পর টানা ছয়দিন ঢাকা ও চট্রগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এক তরুনীকে উদ্ধার করেছে জুড়ী থানা-পুলিশ। ২০ ডিসেম্বর (মঙ্গলবার) ওই তরুনী নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার বাবার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়েছে।

জুড়ী থানার অফিাসার ইনচার্জ জানান, নিখোঁজ তরুনীর বাবা ১৪ ডিসেম্বর থানায় তার মেয়ে নিখোঁজের বিষয়টি অবহিত করে সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপরই নিখোঁজ তরুনীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা ও চট্টগ্রামে জুড়ী থানার দুটি বিশেষ টিম উদ্ধার অভিযান চালায়। একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। আরেকটি দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় ২০ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে। পরে চট্টগ্রাম থেকে নিখোঁজ তরুণীকে উদ্ধার করা হয়।