চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুরে নৌ পুলিশের চাঁদপুর নৌ থানার সদস্যরা অভিযান চালিয়ে ২ লাখ মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। মেঘনা নদীর বিভিন্ন শাখায় ২০ ডিসেম্বর (মঙ্গলবার) এই অভিযান পরিচালিত হয়।

নৌ পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানার সদস্যরা ২০ ডিসেম্বর মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৩৪ হাজার ৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক মূল্য ৭৩ লাখ ৮ হাজার টাকা। এ সময় ১০৯ কেজি মাছ জব্দ করা হয়। এসব মাছের আনুমানিক মূল্য ৫৪ হাজার ৫০০ টাকা।

জব্দ করা অবৈধ জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।