জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতসভাংওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

তিনি বলেন, ১৫ আগস্ট পর্যন্ত অন্তত ২ হাজার ৫৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে অধিকাংশই টিকা নেয়নি।

সরকার বলছে, শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হয়েছে।

গত সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পরে চার্চের সমাবেশগুলোকে হামের বিস্তারের জন্য দায়ী করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিল মাসে সতর্ক করে বলেছিল, শিশুদের টিকাদানে বিলম্বের কারণে প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকির সম্মুখীন হচ্ছে আফ্রিকা মহাদেশ।